চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই মার্কেটটির দুটি কাপড়ের গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করছে তাদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র তিন স্টেশনের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌছে। তবে ওই মার্কেটের রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্তণে আসে।
তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা নেই উল্লেখ করে বলেন, দুটি কাপড়ের গুদাম ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
জেএন/পিআর