চট্টগ্রামে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আরও ২০ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় গেল ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার মধ্যে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।

- Advertisement -google news follower

আটকরা হলেন-মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), মো. আরাফাত রহমান (২৪), মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) ও রাসেল আহমেদ (৩৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, চট্টগ্রামের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM