চমেক হাসপাতালে কেএসআরএমের বিশুদ্ধ পানি শোধনাগার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীদের জন্য বিশুদ্ধ পানি শোধনাগার চালু হয়েছে। শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম-এর সৌজন্যে এটি চালু করা হয়।

- Advertisement -

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে পানি শোধনাগারের উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ।

- Advertisement -google news follower

উদ্বোধনকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ কেএসআরএমের এই মহতী উদ্যোগের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চমেকের সহকারী পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী পান্না, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আক্তারুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ডা. তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, নির্বাহী সদস্য মুজিবুল হক সিদ্দিকী, সমাজসেবা অফিসার তানজিনা আফরিন, কেএসআরএমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম, সিনিয়র মেডিকেল কনসালটেন্ট ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ব্র্যান্ড সমন্বয়ক মো. মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান-উল হক, কর্মকর্তা সাদ মো. আফতাব হোসেন ও মো. মোয়াজ্জেম।

জয়নিউজ/এফএম/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM