চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্ক

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি গণমাধমে নির্বাচনের বিষয়ে কথা বলার পর থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আটঘাট বেধে নেমেছে নির্বাচন কমিশন

- Advertisement -

এদিকে নির্বাচনের সঠিক কোন সময় নির্ধারণ না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছেন বিভিন্ন রাজনৈতিক দল।

- Advertisement -google news follower

সবচেয়ে বেশি আগ্রহ ও চট্টগ্রামের রাজনৈতিক মাঠে দল সাজানোর বিষয়ে ইতিমধ্যে সকল প্রস্তুতিও নিয়ে ফেলেছেন এ মুহুর্তের সবচেয়ে বড় আলোচিত রাজনৈতক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত সপ্তাহে দলটির নির্বাচনী বোর্ডে চট্টগ্রামের ১৬ আসনসহ সারা দেশে সংদীয় আসনগুলোর জন্য প্রাথমিকভাবে প্রার্থীও চূড়ান্ত করে ফেলেছে।

- Advertisement -islamibank

কেন্দ্রের নির্দেশনা পেয়ে দলের এলাকাভিত্তিক বা আঞ্চলিক সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। দল গোছাতে গিয়ে কয়েকজন হেভিওয়েট প্রার্থীও বাদ পড়েছেন তালিকায়।

এসব আসনে শীর্ষ নেতাদের মধ্যে সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসন থেকে কেন্দ্রীয় নায়েবে আমির আ. ন. ম শামসুল ইসলাম বাদ পড়লেও মনোনয়ন পেয়েছেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

অপরদিকে হাটহাজারী (চট্টগ্রাম-৫) আসনের জন্য নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরীকে বাদ দিয়ে ওই আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

তাছাড়া চট্টগ্রাম-১ আসনে (মিরসরাই) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল সিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।

এচাড়াও চট্টগ্রাম–৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম–১০ (খুলশী–পাহাড়তলী–হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম–১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলীয় একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে অন্তত ১০ টি আসনে প্রতিনিধিত্ব করতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী। উত্তর জেলার প্রার্থীদের নাম শনিবার দলের অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা জানান, প্রার্থিতা প্রায় চূড়ান্ত হয়েছে। যাদের নাম এসেছে তারাই শেষ পর্যন্ত থাকতে পারেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার জানান, ‘চট্টগ্রামের সব আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। দলের সংসদীয় বোর্ড এগুলো চূড়ান্ত করেছে।’

প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলটির নেতারা জানান, গেল ৫ ফেব্রুয়ারী রাজধানী ঢাকায় দলটির সংসদীয় বোর্ড এক সভায় চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছেন। ওইদিনই মনোনয়নের বিষয়টি প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে। এরমধ্যেই নির্বাচন ঘিরে কাজ শুরু করেছেন তারা।

তবে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর কাছে প্রার্থী মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি এখনই কোন মন্তব্য করতে রাজি হননি।

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান হেলালী জানান, গত ৫ ফেব্রুয়ারি সংসদীয় বোর্ডের সভা হয়েছিল। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM