লোহাগাড়ায় ঈগল বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

লোহাগাড়া উপজেলাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজাঘাটা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত বাইক আরোহীর নাম জায়েদ হাসান সাকিব। সে উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তেল ব্যবসায়ী আবদুল মন্নানের ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাকেল নিয়ে এক বন্ধুর কাছে যাচ্ছিলেন সাকিব। বাইকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজাঘাটা এলাকায় পৌছালে একই মুখী ঈগল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে বাইকের পেছনে ধাক্কা লাগে।

সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাকিব। তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথেই মারা যায় সাকিব।

- Advertisement -islamibank

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌছালেও তার আগেই নিহতের লাশ বাড়ি নিয়ে যায় স্বজনরা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM