দীর্ঘ এক বছর ১১ মাস ৩ দিন পর নিজের পদ ফিরে পেলেন চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসিফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ লেয়াকত আলীকে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দেন। লেয়াকত আলীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও মুহম্মদ মিজানুর রহমান।
এরআগে, ২০২৩ সালের ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেয়াকত আলীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল এবং ওসমান গণী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে এক ইফতার মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দেন চেয়ারম্যান লেয়াকত আলী। এছাড়া গন্ডামারা এসএস পাওয়ারপ্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা আদায়, ভূমি ও জলদস্যুসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে এলাকায় ত্রাস সৃষ্টি, উপকূলীয় এলাকায় জলদস্যু বাহিনীর সাথে তার সম্পৃক্ততার অপরাধে, পাহাড়ী ও দেশীয় সন্ত্রসীর সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুপারিশে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (খ) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এদিকে, সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়।
জেএন/এমআর