ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থীর জয়

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পুনঃভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া।

- Advertisement -

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

- Advertisement -google news follower

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১৩২টি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীক নিয়ে মঈনউদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

এর আগে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশন থেকে ওই তিন কেন্দ্রে পুনঃভোটের জন্য নির্ধারিত তারিখে বুধবার (৯ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জয় তুলে নিয়ে আসনটিতে পাঁচবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM