চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার আমজুর হাটে মালবাহী ট্রাকের সাথে একটি টয়োটা পিকআপের সংঘর্ষ হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন,তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শী পথচারীরা। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি স্থানীয়রা।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলেও সাদা রঙের টয়োটা পিকআপটিকে দুর্ঘটনাস্থলে পড়ে ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পৌছে দুর্ঘটসাস্থল পরিদর্শন করে পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেন। ফলে যান চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি।
জেএন/পিআর