রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, নিহত ১

ভিনদেশ ডেস্ক :

মাঝারি আকারের একটি বিজনেস বিমান রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে পার্কিং করে রাখা আরেকটি বিমানের ওপর আড়ছে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স

- Advertisement -google news follower

স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, দুই বিমানের মধ্যে ঘটা দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, আহত চারজনের মধ্যে একজন বিমানের মধ্যে আটকা পড়েছিল। তাকে উদ্ধারের কাজ চলছে। বাকী তিনজনকে একটি হাসপাতালে নেয়া হয়েছে। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে তিনি কিছু জানায়নি।

- Advertisement -islamibank

ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আড়ছে পড়ে।

এই ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি চলছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়।

এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আলাঙ্কাতে বিমান দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM