চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালক-বালিকা)এর ৩য় স্থান নির্ধারণী, ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উভয় টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারণী খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ২টি জেলা দল অংশগ্রহণ করেন। সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় রাঙ্গামাটি জেলা দল চাঁদপুর জেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) ২টি জেলা দল অংশগ্রহণ করেন। সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় ফেনী জেলা দল ৩-১ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
উভয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ২টি জেলা দল অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা দলের কুতুবদিয়া উপজেলার পূর্ব ধুরং সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে ৩-১ গোলে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপর দিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) ২টি জেলা দল অংশগ্রহণ করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা দল ও কুমিল্লা জেলা দলকে ২-২ গোলে ড্র করে। পরবর্তীতে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণসহ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। কোতোয়ালী থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উক্রাচিং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোঃ আতাউর রহমান।
বিভাগীয় ও জেলা ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক শিক্ষা বিভাগাধীন বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান ও ফাইনাল খেলা উপভোগ করেন।
জেএন/এমআর