কর্ণফুলী-সাতকানিয়ায় আ’লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় দায়েরকৃত পৃথক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

জানা গেছে, শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলা বড়উঠানে অভিযান চালিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন বাবুকে, একই দিন দুপুরে উপজেলা চরপাথরঘাটা ইউনিট শাখার নির্বাহী সদস্য ইশরাত আশরাফি অপিকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার শওকত হোসেন বাবু উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ীর মৃত মো. আজমের ছেলে এবং ইশরাত আশরাফি অপি চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খান বাড়ির আশরাফ আলীর ছেলে।

নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, শনিবার সকালে দুজনকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

এদিকে নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জোবায়রুল হক জিয়ান (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোবায়রুল হক জিয়ান (২৮) উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওবাইদুল হক মুন্সীর বাড়ির মৃত আব্দুলের ছেলে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ বলেন, শনিবার সকালে গ্রেপ্তার জিয়ানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM