আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (চট্টগ্রাম-১৬) বাঁশখালী আসনের প্রার্থী হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপের টাইম বাজার সংলগ্ন হাজী সুলতান আহমদ কমিউনিটি সেন্টার হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর আলহাজ্ব জাফর সাদেক। চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেন তিনি।
বাঁশখালী উপজেলাও পৌরসভায় দায়িত্বরত কর্ম পরিষদ সদস্য, উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব পরিষদ, মহিলা জামায়াত, ইসলামী ছাত্রী সংস্থা ও ইসলামী ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এর আগে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
জেএন/পিআর