ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

পটিয়া আসনে জামায়াত প্রার্থী ফরিদুল, চন্দনাইশে ডা. শাহাদাৎ

অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসন এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

- Advertisement -

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পটিয়া উপজেলার হল টুডে ক্লাবে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থী হিসেবে বিএমএ নেতা ড. ফরিদুল আলমের নাম ঘোষণা করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা ড. ফরিদুল আলম চট্টগ্রাম শেভরন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরিদুল আলমের মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ে জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

অপরদিকে একই দিন বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে অনুষ্ঠিত দলটির দায়িত্বশীল সমাবেশে চট্টগ্রামের সংসদীয় ১৪ আসনে ডা. শাহাদাৎ হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়।

- Advertisement -islamibank

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন। জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, শুরা সদস্য মাওলানা আয়ূব আলী, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আমীরুল ইসলাম।‘চন্দনাইশ উপজেলা ইসলামীর আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক আমীর ডাক্তার আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা, সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি নাছের উল্লাহ, জামায়াত ইসলামী সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM