চট্টগ্রামের চন্দনাইশে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ছোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগম (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের ব্রিজ সংলগ্ন বার্মা কলোনি থেকে এসব মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একদল সেনাসদস্য এ অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার রহিমা বেগম ওই কলোনির রোহিঙ্গা ওসমানের স্ত্রী। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি রহিমা বেগমকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়।
জেএন/পিআর