ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ফেনীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পিকআপ ও কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরানো হচ্ছে।
জেএন/এমআর