রাঙ্গুনিয়ায় ভ্যানচালক সৈয়দ হত্যার আসামি বাচাইয়্যা ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্যানচালক মো. আবু সৈয়দ (৪৭) হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার অভিযুক্ত আসামি মো. নাজিম উদ্দীন প্রকাশ বাচাইয়্যা (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ইছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম রাঙ্গুনিয়া।

- Advertisement -google news follower

গ্রেপ্তার নাজিম উদ্দীন বাচাইয়্যা উপজেলার পোমরা শান্তিরহাট এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

এর আগে গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবু সৈয়দ। পরদিন ইছাখালী এলাকায় নদীর পাশ থেকে মুখ, মাথা ও গলায় ক্ষতসহ মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী জোহরা খাতুন। এর পরেই অভিযান চালিয়ে বাচাইয়্যাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

- Advertisement -islamibank

রাঙ্গুনিয়া থানার ওসি মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক আবু সৈয়দকে হত্যা করার কথা স্বীকার করে আসামি বাচাইয়্যা। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM