চিত্রাঙ্কন শিশু-কিশোরদের প্রতিভা ও মননশীলতা বিকশিত করে : ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর এম এ আজিজ জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,”শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তাদের মেধা ও মননশীলতার জাগরণ ঘটায়, যা ভবিষ্যতে সৃজনশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”

- Advertisement -google news follower

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা এবং শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা নান্দনিক চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM