জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে: বক্কর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সবার পুনর্বাসন করা হবে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে। তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

- Advertisement -

তি‌নি শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্ল‌বে আহত‌দের পুর্নবাস‌নের উ‌দ্দে‌শ্যে ফারজানা গ্রুপের ব‌্যবস্থাপ‌না প‌রিচালক মো. সে‌লিমের উদ্যোগে ওয়ারিয়র্স অফ জুলাই চট্টগ্রাম আ‌য়ো‌জিত আ‌র্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছে। আওয়ামী লীগের নির্মম অত্যাচারে বিএনপির নেতাকর্মীদেরকে গুম, খুন ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আমাদের দলের বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে সহায়তা অব্যাহত রেখেছি।

চট্টগ্রাম মহানগর ওয়ারিয়র্স অফ জুলাই এর সভাপতি আব্দুল্লাহ আল সাহেদের সভাপ‌তি‌ত্বে ও সহ মুখপাত্র মাহবুবুল আলম মাহবুবের প‌রিচালনায় প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপ‌তি এস এম সাইফুল আলম, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধা‌রন সম্পাদক শওকত আলী। বক্তব‌্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য ইসকান্দার মির্জা, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, চট্টগ্রাম ওয়ামী প্রতি‌নি‌ধি রুহুল আমিন, চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. জসীম উদ্দিন, সমন্বয়ক এনামুল হক, মূখ্য সংগঠক মো. সাগর ফাহিম, জাতীয় নাগরিক কমিটির সদস‌্য শহিদুল ইসলাম সজীব প্রমূখ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM