মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ জাপানের উৎসবে

বিনোদন ডেস্ক :

জাপানের অন্যতম আয়োজন ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।

- Advertisement -

আগামী ১৩ মার্চ থেকে দেশটির ওসাকা শহরে হবে ১১ দিনব্যাপী এ আয়োজন। উৎসবের কম্পিটিশন বিভাগে অংশ নিচ্ছে মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমা।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আয়োজনের ওয়েবসাইট থেকে। ছবিটির নির্মাতা বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য বর্তমানে জার্মানি আছেন।

সেখান থেকে তিনি বলেন, ‌‘১৭ ও ২২ মার্চে সাবা দেখানো হবে। উৎসবটিতে অংশ নিতে এবার আমি একাই যাচ্ছি।’

- Advertisement -islamibank

সিনেমাটি প্রসঙ্গে মাকসুদ বলেন, ‌‌‘যখন শুরু করেছিলাম তখন ছোট একটি সিনেমা বানাচ্ছিলাম। তবে আমাদের সততার জায়গা যেটি ছিল যে সিনেমা যেন মৌলিক হয়, গল্প বলার মধ্যে যেন ভিন্নতা থাকে।’

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘উইন্ডো টু এশিয়ান ফিল্মস’ বিভাগে নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।

সাবা সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM