নবদম্পতির বাইক থামিয়ে স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট

দেশজুড়ে ডেস্ক :

চুয়াডাঙ্গায় ছিনতাইকারীদের দায়ের কোপে সাগর আলী নামের একজন আহত হয়েছেন। এ সময় সাগরের সঙ্গে থাকা স্ত্রী সাফিয়া খাতুনের লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

- Advertisement -

নবদম্পতির চিৎকারে লোকজন ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বাজাজ মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।

- Advertisement -google news follower

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত সাগর কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মজিবারের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির বলেন, ‘সাগর ও তাঁর স্ত্রী সাফিয়া রাত ১০টার দিকে দর্শনার শ্যামপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন।

- Advertisement -islamibank

পথে সরাবাড়িয়া সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দা দিয়ে সাগরকে কুপিয়ে সাফিয়ার কাছে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।’

তিতুমির জানান, দম্পতির চিৎকারে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা এসে আহত সাগরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগর নামের এক যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ঘাড়ের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। সেখানে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সুত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM