শিক্ষার উন্নয়নে বাজেট বৃদ্ধির আহ্বান মেয়রের

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কুলগাঁও সিটি করপোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উন্নত বিশ্বে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষাখাতে বাজেট তুলনামূলক কম। বাজেট বৃদ্ধি পেলে প্রতিটি স্কুল-কলেজে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষার বিকাশও জরুরি। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখার আহ্বান জানানো হয়।

- Advertisement -google news follower

মেয়র বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার আওতায় এই কলেজের মাঠও সংস্কার করা হবে। এছাড়া, শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

শিশুদের মানসিক স্বাস্থ্য ও সঠিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, প্রতিটি স্কুলে চাইল্ড হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যারা তাদের যথাযথ দক্ষতা প্রদর্শন করতে পারে না। চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে তাদের সাইকোথেরাপি দেওয়া হলে তারা ভালো ফলাফল করতে পারবে। প্রতিটি স্কুলে একজন করে সাইকোলজিস্ট থাকা উচিত। সপ্তাহে অন্তত দুদিন তারা ক্লাস নিলে বাচ্চাদের মনোযোগ বাড়বে।”

- Advertisement -islamibank

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রকৌশলী জসিম, প্রকৌশলী রিফাতুল করিম, নিপা বড়ুয়া, ইকবাল চৌধুরী, এস.এম. আবুল ফয়েজ, বেলাল হোসেন, এস.এম. মহিসিন, আবদুল করিম ও আজগর হোসেন। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM