চট্টগ্রামে অপহরণ নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে ভয়ভীতি দেখিয়ে এক নারীকে অপহরণ করে র্ধষণ ও ধর্ষণ কাজে সহায়তার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার মধ্যরাত আড়াইটার দিকে পুরাতন চান্দগাঁও এলাকার গোলাম আলী নাজির পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার দুজন হলেন ভোলা জেলা লালমোহন থানাধীন চরভূতা এলাকার গণি সরদার বাড়ীর মো. রফিকুল ইসলামের ছেলে মো. হাসনাইন (২১) ও একই থানাধীন কিশোরগঞ্জ এলাকার মোঃ রহিজল মিয়ার ছেলে মো. আকবর (২৫)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

এতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরে চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির বাড়ী সংলগ্ন একটি কলোনিতে নিয়ে আটক করে রাখে।

সেখানে রবিবার বিকাল সাড়ে ৩ টা পযন্ত ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। সেদিন রাতে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালায় চান্দগাঁও থানা টিম। অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM