শাকিবের ‘বরবাদ’ সিনেমার টিজার আসছে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘বরবাদ’-এর টিজার মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায়।

- Advertisement -

১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজার নিয়ে শাকিব ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

- Advertisement -google news follower

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মোশন পোস্টার প্রকাশিত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব খান বলেন, “এই সিনেমা আমার আগের সব সিনেমাকে ছাপিয়ে যাবে।

- Advertisement -islamibank

একসময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন তা বাস্তবতা। প্রিয়তমা ও তুফানের মতো ভালোবাসা পেয়েছি, আশা করি ‘বরবাদ’ সবকিছুকে ছাড়িয়ে যাবে।”

শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর।

এছাড়া একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM