মালয়েশিয়ার মালাক্কা অঙ্গরাজ্যের তাংগা বাতু শিল্প এলাকায় একটি কারখানার ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে একজন বাংলাদেশি শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার সকালে কারখানার ট্রান্সফরমার বিস্ফোরিত হলে ভবনের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে, এতে ট্রান্সফরমার কক্ষের প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়।
তাংগা বাতু দমকল ও উদ্ধার স্টেশনের অপারেশনস কমান্ডার রোসলান মানাস জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দেখা যায়, চারজন শ্রমিকের মধ্যে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং দুজন দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন।
মালাক্কা ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনস কমান্ডার মোহাম্মদ খাইরুল নিজাম মোহাম্মদ নিশ্চিত করেছেন, নিহতদের একজন বাংলাদেশি এবং অপরজন মালয়েশীয় নাগরিক।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সংকীর্ণ স্থান ও বিদ্যুতের ঝুঁকির কারণে উদ্ধার কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল।
পাঁচ ঘণ্টার অভিযানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
জেএন/পিআর