চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি নাজিরহাটস্থ আজম রোডের মাথায় সিএনজি চালিত অটোরিকশার সাথে টমটমের সংঘর্ষ হয়েছে।
এতে রেহেনা আক্তার তানিয়া নামে ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। একই ঘটনায় পারভেজ (৩৬) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন ও কাজলী দাশ নামে পঞ্চাশোর্ধ বয়সী আরও এক নারী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে। আহত পারভেজের বাড়ি নারায়ণহাট এবং কাজলীর বাড়ি ফটিকছড়ির সুয়াবিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট থেকে ফটিকছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় টমটমের। এতে দুই নারী ও এক যুবক গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক নারীকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই এক নারী মারা গেছে। যুবকের কব্জি বিচ্ছিন্ন এবং অপর নারীও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
নিহতের মরদেহ হাসপাতালে রেখে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানালেন চিকিৎসক আরেফিন।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেএন/পিআর