সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৬

ভিনদেশ ডেস্ক :

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।

- Advertisement -

দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আঞ্চলিক সরকার বুধবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

- Advertisement -google news follower

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে অবস্থিত ওমদুরমানের উত্তরাঞ্চলে ওয়াদি সাইদনা সামরিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে একটি আন্তোনভ সামরিক প্লেন উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। প্লেনটি কারারি জেলার একটি বেসামরিক বাড়ির ওপর পড়ে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এক বিবৃতিতে খার্তুমের আঞ্চলিক সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, চূড়ান্ত হিসাব অনুযায়ী এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৬-এ পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছে ১০ জন।

- Advertisement -islamibank

এর আগে সেনাবাহিনী সমর্থিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক—উভয়ই হতাহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে এবং আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দলগুলো শিশুসহ আহত বেসামরিক নাগরিকদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেছে। সামরিক সূত্রগুলো ধারণা করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটি ঘটতে পারে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। এই দুর্ঘটনায় আবারও দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM