এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। স্থিতিশীল রয়েছে মাংসের দাম। তবে বেড়েছে মাছের দাম।
শুক্রবার (১১ জানুয়ারি) কাজির দেউড়ি বাজারের বিক্রেতারা জয়নিউজকে জানান, বাজারে শীতকালীন সবজির চালান বেড়েছে। সবরকমের সবজির দাম কেজিতে প্রায় ৫ থেকে ১০ টাকা কমেছে। পাইকারি বিক্রেতারা দাম কমালে সবজির দাম আরো কমবে।
কাজির দেউড়ি বাজারে প্রতি কেজি টমেটো ৩০ টাকায়, ঢেঁড়স ৪০ টাকায়, কাঁচা মরিচ ৪০ টাকায়, গাজর ৩০ টাকায়, বেগুন ৩০ টাকায়, শসা ১৫ টাকায়, ফুলকপি ৩০ টাকায়, বাঁধাকপি ২৫ টাকায়, পেঁয়াজ পাতা ৩০ টাকায়, শিম ৩০ টাকায়, কচুর লতি ৪০ টাকায়, লাউ ৩০ টাকায়, করলা ৪০ টাকায়, মূলা ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি আঁটি লাল শাক ১৫ টাকায়, কলমি শাক ১০ টাকায়, পুঁই শাক ১৫ টাকায়, পালং শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ ১২০ টাকায়, চিংড়ি ৬০০ টাকায়, রুই ২৫০ টাকায়, কৈ ৩০০ টাকায়, মলা ২৭০ টাকায়, কাচকি ২৮০ টাকায়, কাতাল ২৪০ টাকায় এবং প্রতি ৮ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশের জোড়া বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।
প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, লেয়ার মুরগি ২৪০ টাকায়, গরুর মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।