রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাগানে কাজ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে উসুসিং মারমা (৪৯) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ক্রসাইংছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/পিআর