চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

দেশজুড়ে ডেস্ক :

রাজধানীর খিলগাঁওয়ে মো. সেলিম (৪২) নামে একজনকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে খিদমাহ হাসপাতালের সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

ভুক্তভোগী সেলিম পটুয়াখালী দশমিনা উপজেলার মাচুয়াখালি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন।

আহত সেলিমের প্রতিবেশী মো. হাবিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিদমাহ হাসপাতালে সামনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চেতনানাশক মাদক সেবন করিয়ে তার কাছে থাকা অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

- Advertisement -islamibank

পরে খবর পেয়ে প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই অটোরিকশা চালককে জরুরি বিভাগে আনা হলে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।

আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি বলেও জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM