আর্জেন্টিনার ‘নতুন মেসি’ হিসেবে খ্যাতি পাওয়া ক্লাউদিও এচেভেরি ম্যানচেস্টার সিটিতে নিজের স্থায়ী ট্রান্সফার সম্পন্ন করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে ম্যানসিটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছিলেন ক্লাউদিও এচেভেরি।
আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার স্বদেশি ক্লাব রিভার প্লেটে ধারেই খেলেছেন এতদিন। এবার সিটিতে যোগ দিলেন ছোট মেসি খ্যাত এই ফুটবলার।
ম্যানসিটিতে পা রাখার আগে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন এচেভেরি। তার নেতৃত্বে আর্জেন্টিনা রানার্সআপ হয়েছে। ৯ ম্যাচে ৬ গোল করে হয়েছেন প্রতিযোগিতার দ্বিতীয় শীর্ষ গোলদাতা।
২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন এচেভেরি। ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকসহ করেন পাঁচ গোল। সেই ঝলমলে পারফরম্যান্স ধরে রাখেন সবশেষ যুব আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
ক্লাব ফুটবলে রিভার প্লেটের সিনিয়র দলে এচেভেরি খেলেছেন ৪৮ ম্যাচ। চারটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট আটটি। গত জুলাইয়ে চাকরি ছাড়া সাবেক সিটি ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস ২০২৩ সালের জুনে এল মনুমেন্তাল ক্লাবে তাকে অভিষিক্ত করেন।
সিটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি এচেভেরির। এই মৌসুমের বাকি সময়ে তাদের স্কোয়াডে জায়গা পাবেন তিনি।
রোমাঞ্চ ভরা কণ্ঠে এই আর্জেন্টাইন বলেছেন, ‘ম্যানসিটিতে আসতে পেরে এবং অবশেষে নিজেকে সিটির খেলোয়াড় বলতে পেরে আমি কতটা রোমাঞ্চিত তা বলে বোঝাতে পারবো না।
ফুটবল আমার জীবন। আমার স্বপ্ন ছিল ইউরোপের অন্যতম সেরা দলে খেলার। আজ আমি স্বপ্ন পূরণের খুব কাছে।’
জেএন/পিআর