ব্যবসায়ীর বাড়িতে ইফতার সামগ্রী নিতে গিয়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় ব্যবসায়ীর বাড়ি থেকে ইফতার সামগ্রী আনতে গিয়ে পদপিষ্টে রোকসানা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ওই বাড়িতে ইফতার সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -google news follower

নিহত রোকসানা বেগমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তিনি ফকিরহাট এলাকায় তার স্বজনদের সাথেই বসবাস করতেন। তার ছেলে অটোরিকশাচালক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায় ‘প্রতি রমজানের আগে ফকিরহাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও শ্রমজীবী নারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করতেন মাবুদ শিপিং লাইনের স্বত্ত্বাধিকারী মাবুদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী।

- Advertisement -islamibank

এবার তিনি তার বাড়ির সামনে ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছিলেন। তার বাড়ির সামনে শতাধিক মানুষ ইফতার সামগ্রী নিতে জড়ো হন এবং এক পর্যায়ে ভিড়ের মধ্যে চাপা পড়েন কয়েকজন।

এদের মধ্যে রোকসানা নামে পঞ্চাশোর্ধ বয়সী এক নারীর অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আহত কারো অবস্থা তেমন গুরুতর নয় জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, পদপিষ্টে নিহত নারীর লাশ বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে রয়েছে।

ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তাছাড়া বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে নিহত নারীর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM