চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাগর উপকূলীয় বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকা পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিমুল জলদাসের মাছ ধরার জালভর্তি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
জেলেপাড়ার একাধিক বাসিন্দা নিজেদের চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে এসে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই শিমুল, সুজিত, শুকলাল, সিফাত ও সনজিদ জলদাসের জালভর্তি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জেএন/পিআর