প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি আজ

অনলাইন ডেস্ক

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের বিরুদ্ধে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি আজ (৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

- Advertisement -

জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার একই বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

- Advertisement -google news follower

গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় হাজার ৫৩১ প্রার্থীর নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত দেন এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২ মার্চ দিন নির্ধারণ করে।

আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩ পার্বত্য জেলা বাদে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এরপর, একটি রিটের শুনানিতে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগ স্থগিত করার নির্দেশ দেন এবং ছয় মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত রাখেন। পরে প্রাথমিক শিক্ষা বিভাগ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করার আবেদন করলে, ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে এই বিষয়টি উঠেছিল। সেদিন রায়ে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফল ও নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন করে ফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে নিয়মিত লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিলটি গত ১৮ ফেব্রয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২ মার্চ আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। পরে আপিল বিভাগে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ শুনানির দিন ধার্য করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM