২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের প্রস্তাব অনুমোদন

জাতীয় ডেস্ক :

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) পালনের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

- Advertisement -

উপদেষ্টা-পরিষদের ২৩তম বৈঠকে এ নীতিমালা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর)-এ সংঘটিত এক বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বৎসর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন (‘গ’ শ্রেণির দিবস, সরকারি ছুটি ব্যতীত); ওই ঘটনায় শাহাদত বরণকারী সেনাসদস্যকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িতকরণ ও অন্তর্ভুক্তকরণ এবং ওই দিবস পালনে উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদানের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করা হয়েছে।

গত ৮ আগস্ট ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ মেয়াদে উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকসমূহে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

- Advertisement -islamibank

এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত (৬৮%) বাস্তবায়িত হয়েছে। এ সময়কালে জারিকৃত অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা দুটি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM