সাভারে গার্মেন্টস শ্রমিকদের ‘ন্যায্য আন্দোলনে’ পুলিশের গুলিতে নিহত শ্রমিক সুমন মিয়া ‘হত্যার’ বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদ। এসময় তারা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণেরও দাবি জানান।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের চেরাগী পাহাড় মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আতিক রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহরিয়ার রাফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনি সেন, চবি সংসদের দপ্তর সম্পাদক জিতায়ন চাকমা, অটল ভৌমিক, নাহিদ আল মোস্তফা, মনীষী রায়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস টিইউসি চট্টগ্রামের সভাপতি দিলীপ নাথ।
সভায় বক্তারা বলেন, ‘একদিকে শ্রমিকদের পর্যাপ্ত মজুরি দেওয়া হচ্ছে না। অন্যদিকে নির্ধারিত বেতনও মাসের পর মাস আটকে রাখছে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকরা আন্দোলনে নামলে পুলিশ তাদের ওপর হামলে পড়ে এবং সুমন মিয়া নামে এক শ্রমিককে হত্যা করে।’
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জয়নিউজ/পার্থ নন্দী