বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি পটিয়ায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দায়েরকৃত শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বুধবার দিবাগত রাত ২টার দিকে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৭।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মো. আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৯(১) আইনে রুজু হওয়া নগরীর বাকলিয়া থানার ২নং মামলার আসামি।মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের জেলা-উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায় আজিজ।

- Advertisement -islamibank

সবশেষ পটিয়ার ভাটিখাইনে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে র‌্যাব। অভিযানে গ্রেপ্তার হয় পলাতক এ আসামি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM