বিএনপির যুগ্ম মহাসচিবের নাম ভাঙিয়ে টাকা দাবি

দেশজুড়ে ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার মাহফিল ও ঈদের কেনাকাটার জন্য এক প্রবাসীর কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে।

- Advertisement -

এ ঘটনায় এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। গত বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে বিএনপি নেতা সোহেল খানের ছোটভাই তানভীর আলম রিমন জিডিটি করেন।

- Advertisement -google news follower

জিডিতে তিনি দাবি করেন, তার ভাই হাবীব-উন-নবী খান সোহল একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির যুগ্ম মহাসচিব।

তিনি মহাস্থানগড় বাজারে অবস্থানকালে তার ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে, গত ০৬ মার্চ বিকাল ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাত কোনো ব্যক্তির মোবাইল থেকে আমার ভাই হাবীন-উন-নবী খান সোহেলের পরিচয় দিয়ে মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন।

- Advertisement -islamibank

এ সময় তার কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটা বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হয়। যার ফলে আমার ভাইয়ের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা তানভির আলম রিমন বলেন, রফিুকুল ইসলাম একজন সৌদি প্রবাসী এবং সৌদি বিএনপির যুগ্ম সম্পাদক।বিএনপি, যুগ্ম মহাসচিব, টাকা

গত কয়েক সপ্তাহ আগে তিনি দেশে এসেছেন। বর্তমানে তিনি বগুড়াতেই অবস্থান করছেন। রফিকুল ভাই প্রথমে সোহেল ভাইকে এবং পরে আমাকে ফোন করে বিষয়টি জানায়।

তিনি আরও বলেন, তাৎক্ষনিকভাবে আমিও সোহেল ভাইয়ের সাথে কথা বললে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি করতে বলেন।

পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। আমরা আশা করছি অতি দ্রুত পুলিশ এই প্রতারককে আটক করে ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এরই মধ্যে তদন্তের কাজ শুরু করা হয়েছে। প্রতারকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM