আনোয়ারায় পুকুরে ডুবে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু কন্যার নাম জান্নাতুল মিফতা। সে ওই ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নূরের মেয়ে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, জান্নাতুল মিফতা ঘর থেকে বাইরে খেলতে যায়। তাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে।

এসময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, শিশুটকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM