চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে নগরী ২ নং গেইট এলাকায় সিএনজি অটোরিকশা তল্লাশীকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. জালাল হোসাইন আশফাক (২০) মো. নাঈমুল হক নাহিয়ান (১৯)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান জানান,আটক দুজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র মজুদ ও সন্ত্রাস বিরোধী আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেএন/পিআর