চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। মো. ইউসুফ নামের ওই ব্যক্তি একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধ ইউসুফ এলাকার ছোট একটি শিশুকে একশ টাকার লোভ দেখিয়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা ৭০ বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জেএন/পিআর