চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (০৯ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (১০ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা সময়ের মধ্যে বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে খুলশী থানার আসামি শাহরিয়ার সাদেক (৩০), পাঁচলাইশ মডেল থানার আসামি মো. শিপন (৩৩), মো. শাওন (৩১), মো. শামীম ওসমান (৩৬), মো. রুবেল (২২), পতেঙ্গা মডেল থানার আসামি মো. জসিম উদ্দিন (৫৪), মো. আরিফ (১৮), চান্দগাঁও থানার আসামি মো. সাইফুল হক (৫০), মো. সায়েম মুরাদ (৪২), মনু দত্ত (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও কোতোয়ালী থানার আসামি নুরুল হাকিম (৪২), আনিসুল হক (৩৬), কর্ণফুলী থানার শ্রমিক লীগ নেতা মো. ওয়াহিদ (২৪), ইপিজেড থানার ফিরোজ আল মামুন (৪২), হালিশহর থানার হাফেজ মো. ইসমাইল (৩৫), ডবলমুরিং থানার আনাছ (২১), মো. ইমরান খন্দাকার (৪০), মাইনুল ইসলাম (২৮) সহ অন্যান্য আসামিকে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, গ্রেফতারকৃতরা অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগী হিসেবে বিভিন্ন অভিযোগের আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জেএন/পিআর