চট্টগ্রামের যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

লাইন লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য চট্টগ্রামে বেশকিছু এলাকায় আজ বুধবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

- Advertisement -

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে  এ তথ্য জানিয়েছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেরামত কাজ চলাকালে বহদ্দারহাটসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ কম।

এছাড়া যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ : কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, ওলিখা মসজিদের সামনের এলাকা ও আশপাশের এলাকা।

- Advertisement -islamibank

কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ চালু করা হবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM