চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো.মোরশেদ আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার চরণদ্বীপ ভরা পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোরশেদ চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার মৃত আকবর আলীর ছেলে। তিনি সাবেক ইউপি সদস্যও ছিলেন বলে জানা গেছে।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। বলেন, আজ বুধবার (১২ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।
জেএন/পিআর