চট্টগ্রামের আনোয়ারায় ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলী বাড়িতে তুচ্ছ ঘটনার দ্বন্ধে বড় ভাইয়ের হাতে নিহত হয়েছেন ছোট ভাই।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলের দিকে টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাই মোহাম্মদ আলী (৬০)র রডের আঘাতে ছোট ভাই সালামত আলী (৫০) নিহত হন।

- Advertisement -google news follower

নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাজিয়া বেগম (৪৫)কে পুলিশ আটক করেছে।

ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, বাড়ির টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আব্বার সাথে চাচা মোহাম্মদ আলী পরিবারের ঝগড়া হয়।

- Advertisement -islamibank

মঙ্গলবার সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে।

এসময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে দিকে তিনি মারা যান।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পানির পাইপ বসানো নিয়ে আপন বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সালামত নামের একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM