চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার ওপর হামলাকারী শহীদ ইসলাম ওরফে কালা শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাউজান পৌর এলাকা থেকে একদল পুলিশ অভিযান চালিয়ে শহীদকে গ্রেপ্তার করে। শহীদ ইসলাম রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজ অফিসে হামলার শিকার হন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
হামলার বিষয়ে আয়েশা সিদ্দীকা বলেন, তিনি রাউজানে যোগদানের পর থেকে শহীদুল ইসলাম তাঁর অফিসে বারবার অন্যায় আবদার নিয়ে আসতেন। তিনি কাজ চাইতেন। কখনও কম্বল চাইতেন।
তিনি (শহীদুল) কোনো জনপ্রতিনিধি নন। আবার লাইসেন্সধারী ঠিকাদারও নন। এ কারণে তাঁকে প্রত্যাখ্যান করা হতো। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নানাভাবে হুমকি দেন।
সবশেষে সোমবার তাঁকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোনোভাবে রক্ষা করেন। এরপর শহীদুল অফিসের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন।
এ ঘটনায় আয়শা সিদ্দিকা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে এবং দ্রুত অভিযান চালিয়ে শহীদকে গ্রেপ্তার করে।
জেএন/পিআর