সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

দেশজুড়ে ডেস্ক :

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ টা নাগাদ ঢাকা-বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২১)। তারা তিনজনই বন্ধু।

- Advertisement -google news follower

নিহতের স্বজনরা জানায়, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে আসেন তিন বন্ধু। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে ফেরার সময় শেরুয়া বটতলা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেট কারকে ওভারটেক করার চেষ্টা করেন তারা।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

- Advertisement -islamibank

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

পরে বাকি দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সেলিমের মৃত্যু হয়। রাত ১০টার পর রিফাতও মারা যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া যে ট্রাকটি ওই তিনজনকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM