নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের দেশের নারীরা এখন আগের মতো নেই। তারা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন। নারী শিক্ষার ওপর তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

- Advertisement -

শনিবার (১২ জানুয়ারি) সকালে নগরের চশমা হিলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে নওফেল বলেন, এ সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখার চেষ্টা করব।

তিনি বলেন, দেশে এখন শিক্ষার মান উন্নত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এখন আমাদের দেশে আসছেন। অথচ ১৮ বছর আগে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশ গেলে সেখানে গিয়ে আবার স্নাতকে ভর্তি হতে হতো।

- Advertisement -islamibank

নওফেল বলেন, দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং আরো বেশি শিক্ষার্থীর জন্য দুই শিফটে পাঠদানের ব্যবস্থা করার দিকে বেশি নজর দিচ্ছি আমরা।

জয়নিউজ/হিমেল/ফয়সাল/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM