ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে নিয়ে ধর্ষণ, সিএনজিচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ৩৫ বছর বয়সী এক নারীকে সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

- Advertisement -

নগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এ-ব্লকের নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় এই ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

এ ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা করেছে পুলিশ।

গ্রেপ্তার সিএনজি চালক মো. আব্দুল আলী (৫৫), ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।

- Advertisement -islamibank

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন এক সিএনজিচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে।

পরে ভুক্তভোগী ওই নারী সিএনজির দুটো নম্বর পুলিশকে বললে ওই সিরিয়ালের সিএনজি খুঁজে বের করে পুলিশ।

এরপর সিএনজি নম্বর ট্র‍্যাক করে অভিযুক্ত ওই চালককে থানায় নিয়ে আসার পর ভিকটিম চালককে দেখেই চিনতে পারেন। চালককে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে।

ওসি জানান, ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার পরিজন নেই। গত ১১ মার্চ তার সাথে এ ঘটনা ঘটেছিলো বলে পুলিশকে জানিয়েছে ওই ভুক্তভোগী নারী।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM