চট্টগ্রামে ‘ডিবি’ পরিচয়ে অপহৃত দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার টেক্সটাইল মোড় থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে অপহৃত দুই যুবককে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

একই সাথে অপহরণের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

সোমবার (১৭ মার্চ) নগরীর অক্সিজেন মোড় ও বায়েজিদের ড্রিমল্যান্ড আবাসিক এলাকার পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কসপে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই অপহরণকারী হল- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)।

- Advertisement -islamibank

সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে নগরীর অক্সিজেন মোড় থেকে দুই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা।

পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিমদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে অভিযানে নামে কাউন্টার টেরোরিজম ইউনিট।

তথ্যপ্রযুক্তির সহায়তায় দুপুর ২টার দিকে অপহরণকারী একজনকে সনাক্ত করে অক্সিজেন মোড়ে অভিযান চালানো হয়। এতে ইসলাম সিদ্দিকী নামে একজন গ্রেপ্তার হয়।

পরে তার দেয়া তথ্যমতে- বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কসপে অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিন-চারজন পালিয়ে গেলেও মো. রাসেল নামে অপর এক অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম।

এ সময় অপহৃত দুই যুবক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM