বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।

- Advertisement -

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি আরও বলেন, দেশ অর্থনৈতিক দিক দিয়ে খাদের কিনারে ছিল, সেখান থেকে এই সরকার দেশকে তুলে এনেছে। এখন আর দেশ অর্থনৈতিকভাবে খাদের কিনারে নেই। অবস্থা আগের চেয়ে ভালো।

এসময় তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের বিষয়টা দেশের জন্য গৌরবের। ২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এর মধ্যে কোনো সমস্যা হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‌‘নিপীড়ন ও হত্যা’ এবং দেশে ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির’ বিষয়ে যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৭ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM